Friday, December 5, 2025

মেধাবী ছাত্রী আফিয়ার মৃত্যু: চৌগাছায় মানববন্ধন

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত অনার্স শেষ বর্ষের ছাত্রী আফিয়া ইসলাম মৃধার মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা।

এর আগে সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টায় বাসচাপায় নির্মমভাবে প্রাণ হারান চৌগাছা মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী আফিয়া ইসলাম মৃধা। তার মৃত্যুকে ‘হত্যা’ হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা যায়।

এ ঘটনায় চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম উপজেলার ১১টি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে মানববন্ধনের ডাক দেন। তার আহ্বানে সাড়া দিয়ে বুধবারের কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে চার দফা দাবি উত্থাপন করা হয়:
১. চৌগাছা বাজারের ভেতরের সব বাস, সিএনজি ও ইজিবাইক স্ট্যান্ড বাজারের বাইরে সরানো
২. যত্রতত্র যানবাহন দাঁড়ানো বন্ধ করে নির্ধারিত স্থানে থামার ব্যবস্থা কার্যকর
৩. দোষী বাস মালিককে কঠোর অর্থদণ্ডে দণ্ডিত করা
৪. দায়ী চালকের দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা

মানববন্ধনে বক্তব্য রাখেন রাশিদুল ইসলাম রিতম, ইয়াসিত আরাফাত, হুরাইরা বিন লাম, মোফাজ্জেল হোসেন, শাহানুর হোসেন ও রবিউল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সড়কে একের পর এক প্রাণহানির ঘটনায় প্রশাসনের কোনো দায়বদ্ধতা নেই বলেই দুর্ঘটনা থামছে না। তারা জানান, আফিয়ার মৃত্যুর সঠিক বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’, ‘আফিয়ার হত্যাকারীর বিচার চাই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর