Friday, December 5, 2025

চৌগাছার বল্লভপুর বাওড়ে চায়না জালের বিরুদ্ধে অভিযান

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার বল্লভপুর বাওড়ে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন।

অভিযানে বাওড়ের বিভিন্ন স্থানে পেতে রাখা বেশ কয়েকটি চায়না জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের চায়না জালের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন বলেন, “এই ধরনের জাল দিয়ে ছোট-বড় সব মাছ ধরা পড়ে, ফলে প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যায় এবং জলজ প্রাণীর বাস্তুতন্ত্রে বিরূপ প্রভাব পড়ে।”

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে চায়না দুয়ারীসহ সব ক্ষতিকর মাছ ধরার সরঞ্জাম নিষিদ্ধ করেছে।

তবে স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে অভিযান হলেও নিয়মিত নজরদারির অভাবে এসব জালের ব্যবহার পুরোপুরি বন্ধ হচ্ছে না। তারা নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর