শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় কৃষি ও মৎস্য খাতে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুর ১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং শিশু নিলয় ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু নিলয় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আব্দুল আজিজ এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিজু শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু নিলয় ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা জামিল হোসেন, আরএমটিপি ম্যানেজার সোহেল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ এবং উপজেলার প্রায় ৮০ জন কৃষক ও মাছচাষি।
অনুষ্ঠান শেষে কৃষি ও মৎস্য খাতে সফল ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন:
কৃষি খাতে সফল:
-
মো. সফিকুল ইসলাম (হিজলি গ্রাম)
-
মোসা. জহুরা খাতুন (বাটিকামারী গ্রাম)
-
হিরা পারভীন (মহেশপুর)
মৎস্য খাতে সফল:
-
খাদিজা খাতুন (হোগলডাঙ্গা গ্রাম)
-
তামান্না রহমান (মাজালী গ্রাম)
-
বি এম নেওয়াজ শরীফ (জামুলতা গ্রাম)
সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, এসব উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি ও মৎস্য উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্যরাও এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।