নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে চাঁদাবাজির অভিযোগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ।
গ্রেফতারকৃতরা হলেন—অজিত চাকমা (৩৯), রিপন চাকমা ওরফে শমেষ (৪৪), অনিয়ন চাকমা (২৩), ওয়াইসে মারমা (২৮), বীর কুমার ত্রিপুরা (২৯) এবং সুখেন তঞ্চঙ্গ্যা (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান সদরের নীলাচল, বড়ুয়ার টেক ও মিলনছড়ি এলাকায় গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে সেনাবাহিনী বিশেষ অভিযান চালায়। অভিযানে চাঁদাবাজিতে জড়িত সন্দেহে ওই ৬ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।
ওসি মাসুদ পারভেজ বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে সেনাবাহিনী ইউপিডিএফ গণতান্ত্রিক দলের ৬ সদস্যকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হবে।”







