Friday, December 5, 2025

কেশবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কেশবপুর প্রতিনিধি: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ এখনি সময়”—এই প্রতিপাদ্যে কেশবপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী এবং কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা খাতুন।

আলোচনা শেষে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর