Saturday, December 6, 2025

ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি

টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, নেতানিয়াহুর এই দাবি পুরোপুরি সঠিক নয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তার বরাতে তারা জানিয়েছে, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কিছু ক্ষতি হলেও তা পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো পুরোপুরি শেষ হয়নি।

নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত হামলায় শুধু পারমাণবিক সক্ষমতাই নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদও ধ্বংস করা হয়েছে—যা তাঁর ভাষায় ইসরায়েল ধ্বংসের জন্য প্রস্তুত ছিল।

বর্তমানে ইসরায়েল তাদের সামরিক মনোযোগ গাজা উপত্যকার দিকে সরিয়ে নিচ্ছে। যদিও ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ বন্ধ হয়েছে, তবে গাজায় হামলা অব্যাহত রয়েছে। সংঘাতের ১২ দিনে ইসরায়েলি অভিযানে গাজায় কমপক্ষে ৮৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর সাময়িক কৌশলগত সুবিধা পেলেও পারমাণবিক ইস্যু এখনও নিষ্পত্তি হয়নি। অন্যদিকে, গাজায় চলমান সহিংসতা এ অঞ্চলে টেকসই শান্তির পথে বড় বাধা হিসেবে রয়ে গেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর