ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি ‘অবশ্যই বহাল রাখা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি একে মধ্যপ্রাচ্যে বহু আকাঙ্ক্ষিত স্থিতিশীলতা নিশ্চিত করার ‘গুরুত্বপূর্ণ সুযোগ’ হিসেবে দেখছেন।
মঙ্গলবার (২৪ জুন) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে স্টারমার বলেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না। তাদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে হবে এবং একটি দীর্ঘস্থায়ী সমঝোতার পথে অগ্রসর হতে হবে।
তিনি জানান, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে তিনি ন্যাটোর সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এর আগে সোমবার, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় দেশটির আমিরের সঙ্গেও আলোচনায় বসেন স্টারমার।
এদিকে, যুদ্ধবিরতি নিয়ে আবারও নিজের অবস্থান তুলে ধরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইসরায়েল ও ইরান দুই পক্ষই সমানভাবে যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল! সব পারমাণবিক স্থাপনা ও সক্ষমতা ধ্বংস এবং তারপর যুদ্ধ বন্ধ করাটা ছিল আমার জন্য মহা সম্মানের!
উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট তিনটি স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মোট ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পরেই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।
অনলাইন ডেস্ক







