Friday, December 5, 2025

শার্শায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা আবুল হাসান জহির

শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন শার্শা-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নাভারণে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আবুল হাসান জহির বলেন, “২০১৮ সালের নির্বাচনে শার্শা আসনে আমরা ৬ জন মনোনয়নপ্রত্যাশী ছিলাম। প্রাথমিকভাবে আমি ও মফিকুল হাসান তৃপ্তি মনোনয়ন পেলেও দলীয় হাইকমান্ড চূড়ান্ত মনোনয়ন দেন মফিকুল হাসান তৃপ্তিকে। আমি দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহার করে তার পক্ষে কাজ করেছি।”

তিনি আরও বলেন, “২০০৮ সাল থেকে শার্শায় বিএনপির নেতৃত্ব দিয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত আছি। এজন্য বহুবার হামলার শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি, জেল-জুলুম সহ্য করেছি। এখন পর্যন্ত ৪৬টি নাশকতার মামলার আসামি ছিলাম, তবুও নেতাকর্মীদের পাশে থেকেছি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে দলকে কখনো বিশ্বাসঘাতকতা করিনি, ভবিষ্যতেও করব না।”

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন মনোনয়নপ্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমি শার্শা ও বেনাপোলের মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা ইউনিয়নপর্যায়ে ঘুরে জনগণের মতামত তুলে ধরুন—শার্শায় বিএনপির প্রার্থী হিসেবে তারা কাকে দেখতে চায়, সেটা জনমতই বলে দেবে।”

সভায় শার্শা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর