নাজমুল হুদা, লামা: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারী চক্র আবারও বেপরোয়া হয়ে উঠেছে। সোমবার (২৩ ও ২৪ জুন) বিকেলে সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকিরাখোলা এলাকায় হারগাছাছড়া খাল থেকে ৫-৬টি ড্রেজার মেশিন দিয়ে দিনরাত বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র।
স্থানীয় কৃষক মাহবুব, আব্দুর শুক্কুর, মোক্তার আহমদ, সৈয়দ আলম ও বজলুর রহমান জানান, আরমান কিশোর গং নামের একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক কৃষিজমি থেকে মাটি কেটে বালু উত্তোলন করছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
জানা যায়, ডুলাহাজারার পূর্ব নতুন পাড়ার মোহাম্মদ আরমান, রিদুয়ান, বাবু, আমিনসহ ১০-১২ জন যুবকের একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ফকিরাখোলা এলাকার ২৮৬ নম্বর ফাঁসিয়াখালী মৌজার একাধিক হোল্ডিংয়ের অধিভুক্ত খতিয়ানভুক্ত কৃষিজমি থেকে জোরপূর্বক বালু তোলা হচ্ছে, যদিও তাদের নিজের কোনো মালিকানা নেই। অভিযোগ রয়েছে, কিছুদিন আগে কৃষক আব্দুর শুক্কুরকে মারধরও করা হয়েছে।
এছাড়া জাহাঙ্গীর, সিরাজসহ আরও কয়েকটি অসাধু চক্র লামা উপজেলার ফাঁসিয়াখালী, সরই, আজিজনগর, গজালিয়া, ফাইতং, লামা সদর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে একইভাবে পরিবেশ ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন করছে। এদের অধিকাংশই একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে, ফলে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দীন বলেন, “অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”







