ইহুদিবাদী ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মেহর নিউজ এজেন্সি ও প্রেস টিভি জানায়, মঙ্গলবার ভোরে ইসরায়েলি ভূখণ্ডে শেষ দফার কয়েকটি হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেন, “ইসরায়েলকে শাস্তি দিতে সামরিক অভিযান ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, তারা শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর আক্রমণের জবাব দিয়েছে।”
তবে ইরানের সিনিয়র কূটনীতিক আব্বাস আরাঘচি এর আগে এক পোস্টে বলেন, এখন পর্যন্ত কোনো চূড়ান্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে চুক্তি হয়নি। তিনি জানান, “যদি ইসরায়েল তেহরানের সময় ভোর ৪টার মধ্যে আগ্রাসন বন্ধ করে, তবে আমরা আর প্রতিঘাত চালাবো না—এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”
এর আগে, কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল উভয় পক্ষই ‘পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
রয়টার্স এক মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান ইরানি কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে তেহরানের সম্মতি নিশ্চিত করেন। কাতারের আমির এই বিষয়ে তেল আবিবের অনুরোধে মধ্যস্থতা করেন।
অনলাইন ডেস্ক







