ইকরামুল ইসলাম শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থেকে স্বামীর সঙ্গে রওনা হয়ে বেনাপোলে নিখোঁজ হয়েছেন রোজিনা বেগম (২৭) নামের এক গৃহবধূ। ঘটনার পেছনে প্রেমের সম্পর্ক ও পরিকল্পিত প্ররোচনার অভিযোগ তুলেছে তার পরিবার। নিখোঁজ রোজিনা ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের বাসিন্দা। তার বাবার বাড়ি শার্শা উপজেলার শাখারীপোতা গ্রামে। পারিবারিক কলহের জেরে গত সোমবার (২৩ জুন) সকালে স্বামী ইমামুল হোসেন তাকে বাবার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। অভিযোগ রয়েছে, বেনাপোল পৌঁছে স্ত্রীকে রেখে চলে আসেন ইমামুল। এরপর থেকে রোজিনার আর কোনো খোঁজ মেলেনি। পরিবার আত্মীয়স্বজন, হাসপাতাল ও থানায় খোঁজ করেও ব্যর্থ হয়।
এ ঘটনায় রোজিনার বড় বোন মোছাঃ শিল্পী খাতুন বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সেখানে তিনি দাবি করেন, রোজিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরার শামীম গাজী (২৯) ও নরসিংদীর আলী হোসেন (৩৭) নামের দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা রোজিনাকে নানা প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে নেয়। ২৩ জুন সকাল ১০টার দিকে তিনি তার এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে বাসা থেকে বের হন এবং আর ফিরে আসেননি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, রোজিনার মোবাইল ফোনে অভিযুক্তদের একাধিকবার কল-যোগাযোগের প্রমাণ মিলেছে।
রোজিনার স্বামী ইমামুল হোসেন বলেন, তিনি বেনাপেোলে একটি কাজে গিয়েছিলেন। তার স্ত্রীও তার সাথে যান। বেনাপোল থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তাকে ভ্যানে তুলে দেয়া হয়। এরপর থেকেই তার আর খোঁজ নেই।
বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







