অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে এক ভারতীয় নাগরিক ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে জমি দখল ও বিক্রির মাধ্যমে অর্থপাচারের অভিযোগ উঠেছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এক নিরীহ কৃষক, যার নাম এহিয়া শেখ। তিনি উপজেলার পোতপাড়া গ্রামের বাসিন্দা এবং নওশের আলী শেখের ছেলে।
সোমবার (২৩ জুন) অভয়নগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এহিয়া শেখ অভিযোগ করেন, ভবানীপুর গ্রামের দুলাল চন্দ্র চক্রবর্তীর ছোট ছেলে অচিন্ত চক্রবর্তী দীর্ঘদিন ধরে ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সে দেশের নাগরিক। তার বড় ভাই আকুল চক্রবর্তী পৈতৃক সম্পত্তির মালিক হয়ে টাকার প্রয়োজনে ৯১ শতক জমি এহিয়ার কাছে বিক্রি করেন।
এহিয়ার অভিযোগ, এরপর অচিন্ত চক্রবর্তী গোপনে বাংলাদেশে ফিরে ভুয়া এনআইডি তৈরি করে এবং সেই জমি ‘মিস কেস’ দেখিয়ে নিজের নামে নামজারি করিয়ে নেন। পরে ওই জমি থেকে ৬১ শতক জমি তার মা ও বোনকে হেবা দলিলের মাধ্যমে দিয়ে দেন এবং অর্থ আত্মসাৎ করেন। এতে বিপাকে পড়েছেন প্রকৃত ক্রেতা কৃষক এহিয়া শেখ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার প্রতিবেশী হাবিব মোল্যা, শহীদ মল্লিক, মান্নান সরদার, ইকবাল শেখ প্রমুখ।
এহিয়া শেখ জমির প্রকৃত মালিকানা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।







