মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ জুন) দিনব্যাপী চালানো এ অভিযানে ভারতীয় WINCEREX কফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প), শাড়ি, কম্বল, কাজু বাদাম, খাদ্যসামগ্রী ও কসমেটিকসসহ প্রায় ৭ লাখ ৫১ হাজার টাকার মালামাল আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পাঁচপীরতলা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান চালানো হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।







