Friday, December 5, 2025

শিশুদের নেতৃত্ব, সৃজনশীলতা ও দায়িত্ববোধ গড়তে স্কাউটস কার্যকর ভূমিকা রাখে — ইউএনও ভূপালী সরকার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ স্কাউটস, প্রাথমিক বিভাগের উদ্যোগে কাব কার্নিভাল ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ জুন) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভূপালী সরকার। তিনি বলেন, “স্কাউট কার্যক্রম শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মানসিকতা গড়ে তোলে।”

কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী, শারীরিক কসরতসহ বিভিন্ন স্কাউটস কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউএনও আরও বলেন, “কাব স্কাউটরা বিভিন্ন বাহন—নৌকা, ঘোড়া, পালকি, ট্রেন ইত্যাদিতে চড়ে শব্দ করে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাবে। স্টেশনমাস্টারের নির্দেশনায় তারা বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে এবং প্রত্যেককে কুপন, কয়েন বা মার্বেল প্রদান করতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষাল, এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, উপজেলা স্কাউটস কমিশনার ইসমাইল হোসেন, সম্পাদক আলী তারেক, প্রশিক্ষক এসএম আকিফুজ্জামান, মনিরুজ্জামান, মামুনুর রশীদ, সাইফুল ইসলাম, আকলিমা খাতুন, আমির হামজা, দেবাশীস কুমার প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর