Friday, December 5, 2025

খুলনার সিনিয়র সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে বিএনপি নেতা অমিতের শোক

দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২০ জুন) রাতে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ দুঃখজনক ঘটনার প্রতি অনুভূতি প্রকাশ করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

শোকবার্তায় অনিন্দ্য ইসলাম অমিত লিখেছেন,
বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রায়শই খুলনায় যাওয়া হতো। সে সুবাদে দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা ভাইয়ের সঙ্গে পরিচয় ও কিছুটা সখ্যতা গড়ে উঠেছিল। হঠাৎ করেই শুনলাম তিনি ইন্তেকাল করেছেন। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু এটাই বাস্তবতা, এটাই আমাদের ক্ষণস্থায়ী জীবন।
হে আল্লাহ, তোমার এই ক্ষুদ্র বান্দার ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করো। আর তার স্বজন ও সহকর্মীদের এই শোক সহ্য করার তাওফিক দাও। আমিন।

প্রসঙ্গত, সাংবাদিক মামুন রেজা শুক্রবার রাতে (২০ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং খুলনার সাংবাদিক সমাজে একজন সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে খুলনাসহ দেশের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। রাতেই খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে সহকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
পরে শনিবার জোহরের নামাজের পর তার নিজ গ্রাম খুলনার দিঘলিয়া উপজেলার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর