জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে কার্যত ঝড় তুলেছে চীন, রাশিয়া, পাকিস্তান ও আলজেরিয়া। ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এই চার দেশ কঠোর সমালোচনা করে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই হামলা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
শনিবার (২১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মূলত চীন, রাশিয়া, পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে অংশ নিয়ে দেশগুলোর প্রতিনিধিরা ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেন।
রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে।”
চীনের প্রতিনিধি ফু কং বলেন, “ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এটি পুরো অঞ্চলকে অশান্ত করে তুলছে।”
পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ বলেন, “ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসন গোটা অঞ্চল এবং বিশ্বশান্তির জন্য গভীর হুমকি।”
আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনদজামা বলেন, “বিনা উসকানিতে চালানো এই হামলা জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এটি অগ্রহণযোগ্য।”
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে। জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে।
অনলাইন ডেস্ক







