সপ্তাহজুড়ে চলা সংঘর্ষের মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। শুক্রবার (২০ জুন) একযোগে ইসরায়েলের বিভিন্ন শহরে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ হামলায় তেল আবিব, জেরুজালেম, হাইফাসহ দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় হতাহতের খবর মিলেছে।
টাইমস অব ইসরায়েল জানায়, ইরানের সামরিক বাহিনীর ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফায় গুরুতর আহত হয়েছেন এক ১৬ বছর বয়সী কিশোর এবং ৫৪ বছর বয়সী এক ব্যক্তি। কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধারণা করছে, ইরান অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২ দাবি করেছে, মোট ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে।
হাইফার পাশাপাশি বীরসেবা ও জেরুজালেমেও হামলার খবর পাওয়া গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য ও জরুরি সেবা বিভাগ।
উল্লেখ্য, চলমান এই হামলা-পাল্টা হামলায় ইতোমধ্যে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ।
অনলাইন ডেস্ক