মাসুদুর রহমান শেখ, বেনাপোল: ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে একাধিক মামলার পলাতক আসামি রিপন সরকার (৩২) কে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে মামলা থাকার তথ্য শনাক্ত হলে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
আটক রিপন সরকার বগুড়া জেলার ঠেংগামারা গ্রামের বাসিন্দা এবং সাজু সরকারের পুত্র।ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রিপনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় দুটি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া জানান, পাসপোর্ট স্ক্যানিং ও যাচাইয়ের সময় দেখা যায়, রিপনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২০২১ ও ২০২৪ সালে দায়েরকৃত দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
এ বিষয়ে ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, “রিপন সরকার ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার পর তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে আটক করে নিয়মিত প্রক্রিয়ায় বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।”
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, বেনাপোল ইমিগ্রেশনের ওসি হিসেবে ইলিয়াছ হোসাইন ৪ জুন ২০২৫ তারিখে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত একাধিক মামলার আসামি চারজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাও রয়েছেন।







