Tuesday, July 15, 2025

কেশবপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৫৯ কোটি টাকার বাজেট ঘোষণা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য নতুন কোনো কর আরোপ না করেই ৫৯ কোটি ২০ লাখ ৩ হাজার ৬৮৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পৌর ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, পৌরসভার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা প্রকৌশলীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমির জাকির হোসেন এবং কেশবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বাজেট বক্তব্যে প্রশাসক রেকসোনা খাতুন জানান, চলতি অর্থবছরের বাজেটে স্থানীয় পানিবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া আপ্যায়ন খাতে গত অর্থবছরের বরাদ্দ ১২ লাখ টাকা থেকে কমিয়ে এবার ৩ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে।

সভায় বক্তারা জনস্বার্থে স্বচ্ছ ও উন্নয়নমুখী বাজেট প্রণয়নের জন্য পৌর প্রশাসককে ধন্যবাদ জানান এবং বাজেট বাস্তবায়নে সকলে সহযোগিতার আশ্বাস দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর