Tuesday, July 15, 2025

চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়ায় কৃষি যন্ত্রায়নে শিক্ষার্থীদের যবিপ্রবি উদ্ভাবনী ধারণা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)–এর ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহার্ভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের উদ্যোগে এবং “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা” প্রকল্পের অর্থায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সেমিনার ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় যবিপ্রবির ক্যাম্পাসে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। এরপর “কৃষি যান্ত্রিকীকরণে বিএআরআই এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.  আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হোসেন আল মামুন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর শিরিন নিগার, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং বিএআরআই-এর যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন।

সেমিনারে স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরআই-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূরুল আমিন। অনুষ্ঠানে বিএআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, যবিপ্রবির শিক্ষক ও বিভিন্ন বিভাগের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেমিনারের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় “ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশন”। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে কৃষি যান্ত্রিকীকরণে শিক্ষার্থীদের ১১টি আইডিয়া পোস্টার আকারে উপস্থাপন করা হয়। বিচারকের মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা অর্থ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. আব্দুল মজিদ বলেন, “গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় একসাথে কাজ করলে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। বিএআরআই দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।” তিনি ভবিষ্যতে এমন আরও যৌথ উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি ড. নূরুল আমিন বলেন, “বিএআরআই উদ্ভাবিত ৫৫টি কৃষি যন্ত্র সারাদেশে ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন।” তিনি প্রাণবন্ত অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর