Thursday, July 17, 2025

শার্শার বিএনপি কর্মী লিটন হত্যা মামলায় তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর

যশোরের শার্শার দূর্গাপুর গ্রামের বিএনপি কর্মী লিটন হোসেন হত্যা মামলায় তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, দূর্গাপুর গ্রামের মোমিন মিয়া ও তার ছেলে সেলিম মিয়া এবং মৃত তৈয়ব আলীর ছেলে আক্তার হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ১০ জুন রাতে চেয়ারম্যান বাড়ি মোড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখে লিটনকে। সংবাদ পেয়ে তার পিতা সেখানে গিয়ে আহত লিটনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরদিন নিহতের পিতা আজগর আলী ১৭ জনের নামউল্লেখসহ অপরিচিত আরও ৮/১০ জনকে আসামি করে শার্শা থানায় হত্যা মামলা করেন।

এই মামলার মূল আসামি সেলিম মিয়াকে গত ১২ জুন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে মোমিন, আক্তার ও রমাজনকে তুরাগ থানার ধওর কবরস্থানের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করা হয়। ১৩ জুন আটক ৪ জনকে যশোর আদালতে সোপর্দ করা হয়। আটক রমজান হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। বাকি তিনজনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আশরাফুল আলম। গতকাল বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর