ফেসবুকে ভিডিও কনটেন্ট ব্যবহারের অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন। মেটা ঘোষণা দিয়েছে, এখন থেকে ফেসবুকে আপলোড হওয়া সব ধরনের নতুন ভিডিও কনটেন্ট—ছোট, বড় কিংবা লাইভ—সবই ‘রিলস’ হিসেবে গণ্য হবে।
মঙ্গলবার (১৭ জুন) মেটা এক বিবৃতিতে জানায়, বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য ভিডিও শেয়ারিং অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করতেই এই পরিবর্তন আনা হচ্ছে।
ফেসবুক অ্যাপে থাকা ‘ভিডিও’ ট্যাবটির নামও বদলে রাখা হচ্ছে ‘রিলস’। ধাপে ধাপে এই পরিবর্তন সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
বিশেষ দিক হলো, রিলস হিসেবে আপলোড করতে এখন আর ভিডিওর দৈর্ঘ্য বা ফরম্যাটের কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকছে না। অর্থাৎ বড় দৈর্ঘ্যের ভিডিওও একইভাবে রিলস হিসেবে প্রকাশ করা যাবে, যা এতদিন শুধুমাত্র শর্ট ভিডিও ফরম্যাটেই সীমাবদ্ধ ছিল।
মেটা জানিয়েছে, আগে আপলোড হওয়া ভিডিও কনটেন্ট আগের জায়গাতেই থাকবে এবং নতুন ‘রিলস’ ট্যাবে সেগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে।
বিশ্লেষকরা বলছেন, শর্ট ভিডিও কনটেন্টের বিশ্বব্যাপী উত্থানের প্রেক্ষিতে ফেসবুক এখন টিকটক ও ইউটিউব শর্টসের মতো প্রতিযোগীদের সঙ্গে সমান তালে টিকে থাকতে চাইছে। এ সিদ্ধান্ত থেকে পরিষ্কার, ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে আগ্রহী মেটা।
এই পরিবর্তন কনটেন্ট নির্মাতা ও ব্যবহারকারীদের জন্য যেমন নতুন সুযোগ তৈরি করবে, তেমনি শর্ট ভিডিও মার্কেটেও ফেসবুকের জন্য নতুন প্রতিযোগিতার দরজা খুলে দেবে।