Friday, December 5, 2025

বেনাপোলে সাংবাদিক কাজী শাহ্জাহানের বাড়িতে দুঃসাহসিক চুরি

শার্শা উপজেলা প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামে দৈনিক ইত্তেফাক ও জিটিভির বেনাপোল প্রতিনিধি কাজী শাহ্জাহান সবুজের বাড়িতে বুধবার ভোরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা একতলা বাড়ির একটি জানালার সিটকিনি খুলে ঘরে প্রবেশ করে একটি ওয়ারড্রোবের তালা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, রূপার তৈজসপত্র ও দামী পোশাক নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বেনাপোল পোর্ট থানার সাব-ইন্সপেক্টর মামুনুর রহমান। পুলিশ জানিয়েছে, এলাকার সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে।

সাংবাদিকের পুত্র কাজী এফ.এস পরম জানান, আজ বুধবার ভোরের দিকে আমাদের বাড়িতে চুরি সংঘটিত হয়। চোরেরা পেছনের জানালা দিয়ে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া বলেন, চুরির বিষয়ে অবগত হয়েছি। একজন অফিসার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন। এ ঘটনায় সাংবাদিক কাজী শাহ্জাহান সবুজ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আর কে-১০

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর