Saturday, December 6, 2025

ইসরায়েলের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে: ইরানের দাবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার রাতে দুটি ধাপে চালানো হামলার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেল ইমান তাজিক দাবি করেছেন, “আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছি। সেখানকার বাসিন্দারা এখন ইরানের হামলার সামনে পুরোপুরি অরক্ষিত।”

এর আগে ইসরায়েলও দাবি করেছিল, তেহরান ও অন্যান্য ইরানি শহরের আকাশসীমায় তাদের পূর্ণ আধিপত্য রয়েছে।

মঙ্গলবার রাতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন।

১৩ জুন ভোরে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানের অন্তত ১০০ স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে ইরানের প্রথম সারির সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৪৫০ জন নিহত হন বলে দাবি তেহরানের।

এই হামলার জবাবে শুরু হয় ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ’। এতে এখন পর্যন্ত ইসরায়েলে নিহত ও আহত হয়েছেন প্রায় ৫ শতাধিক মানুষ।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর