মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকার পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ জুন) দিনব্যাপী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, পাঁচপীরতলা, আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযানে বিদেশি মদ, ভারতীয় গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট, শাড়ি, কম্বল, ওষুধ এবং কসমেটিকস পণ্য আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব কার্যক্রম আরও জোরদার থাকবে।







