বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভার সাবেক কাউন্সিলর ও সমাজসেবক আমিরুল ইসলাম (৬৫) আর নেই। মঙ্গলবার (১৭ জুন) রাত ১২টার দিকে বেনাপোলে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আমিরুল ইসলাম বেনাপোল এলাকার এক সম্মানিত পরিবারের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেনাপোল পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর ছিলেন এবং বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার বাদ জোহর কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে কাগজপুকুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে বেনাপোল পৌরসভা, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছে। বিভিন্ন মহল থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।







