Friday, December 5, 2025

চৌগাছায় বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবসে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

যশোরের চৌগাছায় বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও বিভিন্ন ফলজ চারা বিতরণ করেছে আনার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় উপজেলার নিজ কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, উপজেলা নেতা নাসিম রেজা নাহিদ, মেহেদী হাসান শিপলু, হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় রিপন মাহমুদ বলেন, বাংলাদেশে বনাঞ্চলের হার প্রয়োজনের তুলনায় অনেক কম। গাছ নিধন, ঘনবসতি এবং পানি ব্যবহারের অপচয় আমাদের পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বেশি বেশি গাছ লাগানো ও পানির সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় এবি পার্টি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর