Friday, December 5, 2025

যশোরে একই ক্ষেতে করলা, বেগুন ও শসা চাষে সাফল্য

যশোরের মণিরামপুর উপজেলার দেলোয়াবাটি, হুরগাতি, কর্ন্দপপুর, জয়পুরসহ সাত গ্রামের কৃষকরা একই জমিতে করলা, বেগুন ও শসা চাষ করে সাফল্য অর্জন করেছেন। প্রায় ২০০ বিঘা জমিতে এই নতুন প্রযুক্তিতে চাষাবাদ করছেন তারা।

কৃষকরা জানান, ডিসেম্বর-জানুয়ারিতে বেগুন চাষের পর বেগুন গাছ বড় হলে তার গোড়ায় শসা ও করলার বীজ বপন করা হয়। বেগুনের ফলন শেষে শসা ও করলার ফলন শুরু হয় এবং বেগুন গাছই মাচার কাজ করে। এতে বাড়তি রাসায়নিক সারের প্রয়োজন হয় না। প্রতি বিঘায় প্রায় ৫ লাখ টাকার সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন কৃষকরা।

স্থানীয় পাইকাররা সরাসরি ক্ষেত থেকে সবজি কিনে ঢাকা ও খুলনাসহ বিভিন্ন মোকামে পাঠাচ্ছেন। কৃষকরা বলেন, সরাসরি বিক্রির কারণে তারা মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রেহাই পাচ্ছেন এবং ন্যায্য দাম পাচ্ছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর