মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালসহ এক ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন,ভারতের উওর চব্বিশ পরগনার জেলার বনগাঁ চাঁদপাড়া গ্রামের পরিমল শিকদারের ছেলে প্রকাশ শিকদার (৩৫)।
মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী বিজিবি এর টহলদল কর্তৃক বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ মাদকদ্রব্য, ভারতীয় শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
আর কে-০১







