কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে ভেজাল দুধ উৎপাদনের দায়ে শংকর ঘোষ (৪৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৬ জুন) অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ।
অভিযান সূত্রে জানা যায়, শংকর ঘোষ গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করতেন এবং তা বাজারে বিক্রি করতেন। অভিযানে ভেজাল দুধ তৈরির উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। তিনি এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য পেলে তা প্রশাসনকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
আর কে-০২







