Sunday, September 28, 2025

যশোরে পার্লার মালিকানা নিয়ে পাল্টাপাল্টি তালা, সমাধানহীন উত্তেজনা

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

যশোর শহরের লালদিঘির পূর্ব পাড়ে গ্রীন ওয়ার্ল্ড বিউটি পার্লারের মালিকানা ও অংশীদারিত্ব নিয়ে দোলন ও রুমা নামে দুই নারীর মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এই বিরোধ সোমবার (১৬ জুন) দিনভর উত্তেজনা ও পাল্টাপাল্টি তালা দেওয়ার ঘটনায় রূপ নেয়।

লালদিঘির পূর্ব পাড় সড়কের কলতান ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ২০১৬ সালে পার্লারটি চালু করেন ময়মনসিংহের দোলন। শুরুতে তিনি যশোরের বেজপাড়ার রুমাকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন। সময়ের সঙ্গে বেতন বৃদ্ধি পেলেও সম্প্রতি পার্লারে চাকমা উপজাতি এক নারীকে নিয়োগ ও বেশি বেতন দেওয়ায় রুমা অসন্তুষ্ট হয়ে পড়েন। রুমার দাবি, তিনি ব্যবসায় লগ্নি করেছেন এবং পার্লারের অংশীদার। তিনি ১০ লাখ টাকা অথবা পার্লারের মালিকানা চান বলে জানান।

বিরোধের জেরে সোমবার সকালে প্রথমে দোলন ফ্ল্যাটের গেট ভেতর থেকে তালা দেন। পরে রুমা এসে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে দোলন পুলিশকে খবর দেন। পুলিশ উপস্থিত হলে রুমা তালা খুলে দেন, তবে উত্তেজনা দূর হয়নি।

যশোর জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের সভানেত্রী সুফিয়া মাহমুদ রেখা জানান, দুই পক্ষই পার্লারের অংশীদার বলে তিনি অবগত। তিনি বলেন, “আমাদের সংগঠনের কাছে অভিযোগ করা সত্ত্বেও পুলিশে যাওয়াটা দোলনের উচিত হয়নি। আমরা উভয় পক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর