যশোরের চৌগাছা-মহেশপুর সড়কের আন্দারকোটা এলাকায় মামুন পরিবহনের একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মামুন পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৪৬৪৭ নম্বরের বাসটি রাতে মহেশপুর হয়ে চৌগাছার উদ্দেশে রওনা হয়। ভোরে মহেশপুরে সব যাত্রী নামিয়ে দিয়ে খালি বাসটি চালক ও তার সহকারী চৌগাছার দিকে যাচ্ছিল। পথে আন্দারকোটা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খায়।
স্থানীয়রা আহত চালক ও হেলপারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পথচারীরা অভিযোগ করেছেন, চালক হয়তো ঘুম চোখে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
রাতদিন সংবাদ







