Friday, December 5, 2025

কেশবপুরে সরকারি কালভার্টের মুখ বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে সরকারি খালের কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করায় বর্ষা মৌসুমে সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এক বিএনপি নেতা।

শুক্রবার (১৪ জুন) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন কেশবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম। তিনি বলেন, যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর পৌর এলাকার মধ্যকুল আমতলা সংলগ্ন সরকারি খালের কালভার্টটি দিয়ে বর্ষার পানি হরিহর নদীতে নিষ্কাশিত হয়। কিন্তু গত ১৮ মার্চ গভীর রাতে পার্শ্ববর্তী নাঘোরঘোপ গ্রামের মোশারফ হোসেন ও জাকির হোসেন শিমুল প্রায় ২০-২৫টি মাটিবাহী ট্রাক্টর দিয়ে কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে দেন। এতে কেশবপুর ও মনিরামপুর উপজেলার অন্তত তিনটি গ্রামের মানুষ কৃত্রিম জলাবদ্ধতার শঙ্কায় রয়েছেন।

নজরুল ইসলাম জানান, বিষয়টি মীমাংসায় ২৭ মার্চ এক সালিস বৈঠকে ৩ ফুট চওড়া ও ৪ ফুট উঁচু কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি। বরং তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মোড়ল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কাশেম সরদার, আজিজুর রহমান ও ইয়াসমিন বেগম।

অভিযোগের বিষয়ে জাকির হোসেন শিমুল সাংবাদিকদের বলেন, মাটি ভরাটের সময় অসাবধানতাবশত কালভার্টের মুখ বন্ধ হয়েছিল। পরে স্কেভেটর দিয়ে তা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। নজরুল প্রথমে ৮০ হাজার টাকা নিলেও পরে আরও তিন লাখ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করায় থানায় অভিযোগ করেছি এবং তারা এর প্রতিশোধ নিতে সংবাদ সম্মেলন করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর