Friday, December 5, 2025

আলীকদমে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে নিখোঁজ হওয়া পর্যটকদের মধ্যে আরও এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার তৈন খাল থেকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ পর্যটক স্মৃতি আকতার আহসান এর বলে তার সহযাত্রী ও সহপাঠীরা শনাক্ত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে উপজেলার বাজারপাড়া এলাকার মাতামুহুরী নদীর পাড় থেকে নিখোঁজ আরেক পর্যটক জুবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

৯ জুন ট্যুর এক্সপার্ট গ্রুপ এর নেতৃত্বে ৩৩ জন পর্যটক আলীকদমের ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু পাহাড় ভ্রমণ শেষে ফেরার পথে বুধবার রাতে ৩ জন নিখোঁজ হন। এদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন হাসান নামের আরও এক পর্যটক।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন বলেন, “শুক্রবার সকালে তৈন খাল এলাকা থেকে বিবস্ত্র অবস্থায় এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। সেটি স্মৃতি আকতার আহসানের বলে তার সহপাঠীরা নিশ্চিত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে তৈন খাল এলাকায় লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর