Friday, December 5, 2025

ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ঢল, হোটেল-রিসোর্টে শতভাগ বুকিং

মো. নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে দেশি পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (১০ জুন) জেলার নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও রুমার বগালেক ঘুরে দেখা গেছে প্রাণচঞ্চল পরিবেশ।

সবুজ পাহাড়, ঝরনা ও নদীঘেরা বান্দরবান বাংলাদেশের প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয়। ঈদের ছুটিকে ঘিরে এবারও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভ্রমণপিপাসু ছুটে এসেছেন পাহাড়ের শহরটিতে।

ঢাকা থেকে আসা বাইক রাইডার টিমের সদস্য হাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন পর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পেরে ভালো লাগছে। আশা করি সামনে কেওক্রাডং ও চিংড়ি ঝর্ণার মতো স্থানগুলোও পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।”

প্রথমবার বান্দরবান ঘুরতে আসা পর্যটক মো. হিমু রায়হান বলেন, “সবুজে ঘেরা পাহাড়ের সৌন্দর্য অসাধারণ। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলার কারণে কিছুটা থাকা-খাওয়ার সমস্যা হচ্ছে।”

বান্দরবানের হোটেল ও রিসোর্টগুলোতে পর্যটকদের চাপও চোখে পড়ার মতো। হলিডে ইনন ও ইকোসেন্স রিসোর্টের মালিক জাকির হোসেন জানান, “৯ ও ১০ জুন পর্যন্ত আমাদের সব রিসোর্ট শতভাগ বুকড।”

হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মো. ইসমাইল হোসেন সুমন বলেন, “এবার পর্যটকদের উপস্থিতি আশানুরূপ, যা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।”

বান্দরবান হোটেল-মোটেল ও রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, “সদরের ৭৩টি হোটেল ও রিসোর্টে প্রায় ৫ হাজার পর্যটক ধারণক্ষমতা রয়েছে, যা ৯ ও ১০ জুন পর্যন্ত পুরোপুরি বুকড।”

পর্যটকদের নিরাপত্তায়ও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। বান্দরবান ট্যুরিস্ট পুলিশের সুপার হাসান ইকবাল চৌধুরী জানান, দেবতাখুম, নীলাচল, মেঘলা, শৈলপ্রপাতসহ সব গুরুত্বপূর্ণ স্পটে দুই শিফটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। তিনি পর্যটকদের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর