Friday, December 5, 2025

বাঘারপাড়ায় এসএসসি- ১৯৮৬ ব্যাচ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর)  :   যশোরের বাঘারপাড়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ১৯৮৬ ব্যাচ এর উদ্যোগে প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজনে ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী’রা অংশ নেন। দীর্ঘ দিন পর আয়োজিত এ পুনর্মিলনী ছিল স্মৃতিচারণ, র্যালি, আলোচনা, সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সকাল সাড়ে ১০টায় র্যালি বের হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ পর্ব।  আলোচনা সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক আনিছুর রহমান, হাফিজুর রহমান, আবুল খায়ের, কামরুজ্জামান, খসরুল আলম মিন্টু, মিজানুর রহমান, আব্দুস কুদ্দুস মিয়া, মোস্তাফিজুর রহমান দারা, সন্তোষ কুমার দাস, মনিরা খাতুন, সুফিয়া খাতুন।  দিনব্যাপী প্রাণবন্ত এ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান স্মৃতিময় স্কুল জীবনে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর