Thursday, July 17, 2025

শার্শায় বাজারে ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

যশোরের শার্শা উপজেলার নিজামপুর বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানের সিঁড়িঘরে রাখা ককটেল বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) সকাল আনুমানিক সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে বাজারজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার এলাকার ব্যবসায়ী ইদ্রিস সরকারের (৬৫) দোকানের সিঁড়িঘরে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দোকানের সাটার, ছাউনি এবং দেয়ালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দোকানটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি। এ বিষয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, এটি পরিকল্পিত বিস্ফোরণ হতে পারে। এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছিল। ওই এলাকার বাসিন্দাদের অনেকের দাবি, শার্শা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম তরফদারের ছেলে যুবদল কর্মী মুক্ত হোসেনের অনুসারী কয়েকজন যুবক—ফারুক (২৬), মারুফ (২৪), সেলিম (২৫) ও সজিব (২২)—এ ঘটনায় জড়িত থাকতে পারে। শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা সনাক্ত করা যায়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর