Thursday, July 17, 2025

বাকড়ীতে ‘ব্যবস্থা বদলের রাজনীতি’ শীর্ষক সেমিনার

যশোরের বাঘারপাড়া উপজেলার ঐতিহাসিক তেভাগা আন্দোলনের তীর্থভূমি বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ‘ব্যবস্থা বদলের রাজনীতি জনগণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য, রূপরেখা ও কৌশল’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই সেমিনারে অংশগ্রহণ করেন দেশবরেণ্য কমিউনিস্ট নেতারা।

প্রধান অতিথির বক্তব্য দেন জীবন্ত কিংবদন্তি কমিউনিস্ট নেতা, লেখক ও গবেষক কমরেড বিমল বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন সাম্যবাদী চিন্তক আজিজুর রহমান আসাদ। সভাপতিত্ব করেন কমরেড খবির সিকদার এবং সেমিনারটি পরিচালনা করেন কমরেড বিপুল বিশ্বাস।

বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমিক ও কৃষকের মুক্তির পথ শ্রেণী সংগ্রাম ও শ্রেণী সচেতনতার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে। তারা দাবি করেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর বামপন্থী আন্দোলন লক্ষ্যচ্যুত হয়েছে এবং ২০২৪ সালেও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। বক্তাদের মতে, শোষিত শ্রেণীর জীবনের বাস্তবতা অনুধাবনের মধ্য দিয়েই গড়ে উঠতে পারে ভবিষ্যতের সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার কৌশল।

সেমিনারে আরো বক্তব্য রাখেন কমরেড খালিদ হোসেন, বিজন রায়, সুব্রত সরকার, ঘনশ্যাম মজুমদার, এ বি এম সুলতান আরেফিন, পল্লব রায়, তপন ঘোষ, মীরা রানী, চন্দ্রকান্তি বিশ্বাস, নির্মল কান্তি বিশ্বাস, শামীম বিশ্বাস, উৎপল বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা কৃষক আন্দোলনের ইতিহাস স্মরণ করে কমরেড অমল সেন, হেমন্ত সরকার ও রশিদ লাল ঘোষের আদর্শ ও সংগ্রাম থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান। সেমিনারে ‘যশোর বিপ্লবী গবেষণা সেল’-এর পক্ষ থেকে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ভবিষ্যৎ তৎপরতা নিয়ে একটি খসড়া প্রস্তাবনাও উপস্থাপন করা হয়।

রাতদিন সংবাদ/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর