ইন্টারনেট সংযোগ ছাড়াই চলবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা! প্রযুক্তির দুনিয়ায় নতুন চমক এনে দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল, যারা সম্প্রতি উন্মোচন করেছে ‘এআই এজ গ্যালারি’ নামে একটি এআই অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীরা স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াও এআই সুবিধা উপভোগ করতে পারবেন, যা ডেটা নিরাপত্তা ও গতিশীলতায় আনবে নতুন মাত্রা।
গুগলের নিজস্ব জেমিনি ৩–১বি ভাষা মডেল-ভিত্তিক এই অ্যাপটির আকার মাত্র ৫২৯ মেগাবাইট, অথচ প্রতি সেকেন্ডে ২,৫৮৫টি টোকেন প্রক্রিয়াজাত করতে সক্ষম। এতে অতি দ্রুত টেক্সট তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ এবং মেসেজিং অ্যাপে স্মার্ট রিপ্লাইয়ের মতো কাজ সম্পন্ন করা যাবে।
‘এআই চ্যাট’ ও ‘আস্ক ইমেজ’ নামের দুইটি প্রধান ফিচার থাকায় এই অ্যাপের মাধ্যমে লেখা ও ছবিভিত্তিক সহায়তা মিলবে সহজেই। পাশাপাশি ‘প্রম্পট ল্যাব’ অংশে ব্যবহারকারীরা নিজেদের প্রশ্ন দিয়ে মডেলের প্রতিক্রিয়া যাচাই করতে পারবেন, যেখানে প্রস্তুত টেমপ্লেট ও কাস্টমাইজড রেসপন্স সেটিংসও রয়েছে।
গুগল জানিয়েছে, এই অ্যাপ তাদের ‘এআই এজ’ প্ল্যাটফর্মে তৈরি এবং এতে টেনসরফ্লো লাইট ও মিডিয়াপাইপ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা ফোনের ক্ষমতা অনুযায়ী এআই পারফরম্যান্সকে অপ্টিমাইজ করে। তবে কোম্পানি সতর্ক করেছে, পুরোনো বা কম শক্তিশালী ডিভাইসে এ অ্যাপের পারফরম্যান্স ভিন্ন হতে পারে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ‘এআই এজ গ্যালারি’ অ্যাপটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অ্যাপাচি ২.০ লাইসেন্সের আওতায় উন্মুক্ত, ফলে প্রযুক্তিবিদরা এটি নিজেদের মতো পরিবর্তন, রিসার্চ বা বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।
বর্তমানে ‘আলফা’ সংস্করণে থাকা এই অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উন্মুক্ত হলেও শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস সংস্করণও আসছে বলে জানিয়েছে গুগল।