Friday, December 5, 2025

যশোরে চামড়া নিয়ে সিন্ডিকেট ভাঙার ঘোষণা, রফতানির পথ খুলে দিল সরকার

ট্যানারি মালিকরা যদি কোরবানির চামড়ার ন্যায্য মূল্য না দেন, তাহলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানির পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নে পূর্বের সব ধরনের নিষেধাজ্ঞা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুরে যশোরের বৃহৎ চামড়ার হাট রাজারহাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তাঁর সঙ্গে যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে বাণিজ্য উপদেষ্টা স্থানীয় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, “ট্যানারি মালিকদের চামড়া কিনতে প্রণোদনা হিসেবে সরকার ২২০ কোটি টাকা দিয়েছে। একইসাথে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রফতানির সুযোগও উন্মুক্ত করা হয়েছে। এরপরও যদি তারা সঠিক দাম না দেন, তবে জেলা পর্যায়ের ব্যবসায়ীরা সরাসরি রফতানি করতে পারবেন।”

তিনি আরও বলেন, “সরকার চামড়া বাজার ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক করেছে। ফলে চাহিদা তৈরি হবে আন্তর্জাতিক বাজারে। শুধু সরকারকে দায় না দিয়ে সবাইকে দায়িত্ব নিতে হবে। ইতিপূর্বে এমন উদ্যোগ কখনও নেওয়া হয়নি। চামড়া সংগ্রহ থেকে বাজার ব্যবস্থাপনায় সমন্বয় হলে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে বেচাকেনা হবে।”

পরিশেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা মনিটরিং করব না। সরকার প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে দিয়েছে। কেউ আগ্রহ না দেখালে সরকারের কিছু করার থাকবে না। সরকার এতিমখানা ও মাদ্রাসার স্বার্থসহ দেশের চামড়া শিল্পের ভবিষ্যৎ রক্ষায় কাজ করছে। গত ১৫ বছরে যে সিন্ডিকেট ও নৈরাজ্য তৈরি হয়েছিল, তা ভাঙতেই আমি নিজে মাঠে নেমেছি। আশা করি, আল্লাহ বরকত দেবেন।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর