Friday, December 5, 2025

বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় দুইজন গ্রেফতার

যশোরের বেনাপোলে ঈদের রাতে বিএনপি নেতা আব্দুল হাইকে বোমা হামলায় হত্যা করার ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন ওরফে বাতু (৩০)।

রোববার (৮ জুন) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে আহসান কবির এবং বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে রিপন হোসেনকে গ্রেফতার করা হয়।

আহসান কবির যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং রিপন হোসেন বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার ঈদের দিন রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে অভিযানে নামে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে দুজনকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানিয়েছেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর