Thursday, July 17, 2025

বেনাপোল ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা পরীক্ষা শুরু

শার্শা উপজেলা প্রতিনিধি: ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বেনাপোল স্থলবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। শুরু হয়েছে যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং কার্যক্রম।

৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত সন্দেহজনক যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বার্তা প্রদানে হেলথ ডেস্ককে আরও সক্রিয় হতে হবে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ জুন) থেকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে ভারত ফেরত যাত্রীদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে কি না, তা প্রাথমিকভাবে যাচাই করা হচ্ছে।

ভারত ফেরত যাত্রী শহিদুল ইসলাম বলেন, ১৭ দিন আগে মেডিকেল ভিসায় ভারতে গিয়েছিলাম। কিন্তু সেখানে কোথাও করোনা পরীক্ষা করেনি। অন্য এক যাত্রী সুশিতা মণ্ডল জানান, “ভারতের কোথাও করোনা ছড়াচ্ছে শুনিনি। তবে বেনাপোলে এসে দেখছি পরীক্ষা করা হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আব্দুল মজিদ জানান, ভারতের জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় দেখা গেছে, কিছু অঞ্চলে ওমিক্রন এক্সবিবি ধরনের সংক্রমণ বেড়েছে। বাংলাদেশে এ ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ভারত ফেরত প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন ধরনটির নাম কোভিড-ওমিক্রন এক্সবিবি, যা বর্তমানে ভারতে ছড়িয়ে পড়ছে। এটি পূর্ববর্তী ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি সংক্রামক ও প্রাণঘাতী।

কোভিড-ওমিক্রন এক্সবিবির লক্ষণ হলো জ্বর, কাশি ছাড়া মাথা, গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধা কমে যাওয়া।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানান, ঢাকা ও রাজশাহীতে ইতোমধ্যে একাধিক ব্যক্তি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তাই যশোরে আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সবার উচিত মাস্ক ব্যবহার ও করোনা সময়ের স্বাস্থ্যবিধি অনুসরণ করা। কোভিড-ওমিক্রন এক্সবিবি কোভিড-১৯ মহামারির চেয়েও মারাত্মক হতে পারে।

আর কে-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর