Friday, December 5, 2025

চৌগাছায় এসএসসি ’৮৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় এসএসসি ১৯৮৭ ব্যাচের বন্ধু মহলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জুন) চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষকবৃন্দ, যাঁদের মধ্যে ছিলেন চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম ও মশিয়ার রহমান, কামিল মাদ্রাসার নওশের আলী, আব্দুস শুকুর ও শামসুল হক, ছারা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শফিকুর রহমান ও মুজিবর রহমান, ধুলিয়ানী সম্মেলন মাধ্যমিক বিদ্যালয়ের মহাসিন আলী ও লুৎফর রহমান এবং নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলী আকবর।

এ সময় এসএসসি ’৮৭ ব্যাচের বন্ধু মহলের মধ্যে উপস্থিত ছিলেন—ফকরুল ইসলাম, আখতারুজ্জামান মিলন, শহিদুল ইসলাম, নাজমুজ্জামান (খোকন), মাসির উদ্দিন মিলন, এ টি এম মোস্তাফিজুর রহমান পলাশ, রিজাউল ইসলাম (মুকুট), গৌর চন্দ্র দে, নিতায় সরকার এবং যশোর থেকে আগত বন্ধু নাজমুল আহসান, তাজ, বদরুল নয়নসহ আরও অনেকে।

পুনর্মিলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা গান, কবিতা ও স্মৃতিচারণায় অংশ নেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর