Friday, December 5, 2025

ঈদ-উল-আযহা ঘিরে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও কোরবানির পশুর চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ জুন ২০২৫) সকাল ১০টায় বেনাপোল বিওপি ক্যাম্পে এক জরুরি ব্রিফিংয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল্লাহ্ সিদ্দিকী গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। গরু ও চামড়া চোরাচালান রোধে মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ঈদে দেশীয় খামারিরা যেন কোনও আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সে লক্ষ্যে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। কোনও অবৈধ গরু প্রবেশ কিংবা চামড়া পাচারের ঘটনা সহ্য করা হবে না।”

তিনি আরও জানান, ঈদের পর পশুর চামড়াসহ অন্যান্য মূল্যবান সামগ্রী পাচার ঠেকাতে চোরাচালানপ্রবণ সীমান্ত পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। মোবাইল ও স্ট্যাটিক টহল দলগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিবির প্রস্তুতির কথা জানিয়ে অধিনায়ক বলেন, “সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারেন, সে জন্য বিজিবির সদস্যরা নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সীমান্ত নিরাপদ থাকলে দেশ নিরাপদ থাকে—এই মূলমন্ত্রে আমরা বিশ্বাসী।”

‘পুশ-ইন’ বা অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি। যশোর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনও অনুপ্রবেশ ঘটেনি, তবে আশঙ্কা বিবেচনায় রেখে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। ভারতের বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনাও চলছে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর