Friday, December 5, 2025

সিঙ্গাপুরে জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয়ে ইতিহাস গড়ল কোয়ান্টাম

নাজমুল হুদা, লামা: সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০তম জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে দলগত ও একক উভয় বিভাগে স্বর্ণপদক জয় করেছে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক এ আসরে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দলগত স্বর্ণপদক অর্জন করেছে তারা।

কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ জানান, প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ১৫টি দল অংশ নেয়। বাংলাদেশ দল ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত চলা এ আয়োজনে মোট ১৩টি পদক জয় করে, যার মধ্যে ১০টিই কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ঝুলিতে।

জুনিয়র দলগত বিভাগে প্রেনথৈ ম্রো, উটিংওয়াং মার্মা ও মেনটন টনি ম্রো দলীয়ভাবে স্বর্ণপদক অর্জন করেন। পোমেল হর্স ইভেন্টে মেনটন টনি ম্রো অর্জন করেন দ্বিতীয় স্বর্ণপদক। ভল্টিং টেবিল ইভেন্টে উটিংওয়াং মার্মা জয় করেন আরেকটি স্বর্ণপদক।

তিন দিনের প্রতিযোগিতায় প্রেনথৈ ম্রো এককভাবে মোট পাঁচটি পদক অর্জন করে—একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ। জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল-অ্যারাউন্ড বিভাগে তার ব্রোঞ্জ পদকটি বাংলাদেশের এ বিভাগে প্রথম অর্জন।

এছাড়া সিনিয়র বিভাগে বাংলাদেশের জাতীয় জিমন্যাস্টিকস দল রৌপ্যপদক অর্জন করে। চার সদস্যের ওই দলে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী—রাজীব চাকমা ও উহাই মং মার্মা—অংশ নেন।

অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, “এটা শুধু কোয়ান্টাম পরিবারের নয়, পুরো দেশের জন্য গর্বের অর্জন।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর