দেশের প্রায় শতভাগ পোশাক কারখানায় ঈদুল আজহার বোনাস ও মে মাসের বেতন পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ঈদ বোনাস দেওয়া হয়েছে ৯৯ দশমিক ৯০ শতাংশ কারখানায়। আর মে মাসের বেতন পরিশোধ হয়েছে ৯৯ দশমিক ৬৭ শতাংশ কারখানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএভুক্ত মোট ২ হাজার ৯২টি কারখানার মধ্যে ২ হাজার ৮৫টিতে বেতন পরিশোধ সম্পন্ন হয়েছে। বাকি ৭টি কারখানায় বেতন দেওয়ার প্রক্রিয়া চলমান।
অনলাইন ডেস্ক







