দীর্ঘ ৫৫ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরলো আন্তর্জাতিক ফুটবল, আর ফিরেই যেন এক নতুন ইতিহাসের সাক্ষী হলো ঢাকার গ্যালারি। দেশের জার্সিতে প্রথমবার ঢাকায় মাঠে নামলেন ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী—আর অভিষেকেই জয় ছিনিয়ে নিলেন হাজারো সমর্থকের হৃদয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলছিল বাংলাদেশ দল। আর ষষ্ঠ মিনিটেই এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত—ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হামজা চৌধুরী। এটিই তার জাতীয় দলের জার্সিতে প্রথম গোল, পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও তার প্রথম গোল এটি।
ভুটানের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় গোলটি আসে মিডফিল্ডার সোহেল রানার পা থেকে, যা নিশ্চিত করে লাল-সবুজ প্রতিনিধিদের ২-০ গোলের জয়। গত বছর সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ ব্যবধানে হারের মধুর প্রতিশোধও নিয়ে নিল দল।
মাঠে নামা আর গোল করেই থেমে যাননি হামজা। পুরো ম্যাচজুড়ে তাঁর পাস, ট্যাকল ও মাঠে উপস্থিতি নজর কাড়ে সকলের। একইসঙ্গে অভিষেক ম্যাচ খেলেন তরুণ ফুটবলার ফাহামেদুল ইসলামও, যিনি নিজের পারফরম্যান্স দিয়ে জানান দিয়েছেন ভবিষ্যতের সম্ভাবনার।
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার তত্ত্বাবধানে গত মার্চে ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজার। আর দেশের মাটিতে নিজের প্রথম ম্যাচে গোল করে নতুন এক ফুটবল উন্মাদনার জন্ম দিলেন তিনি।
বাংলাদেশ ফুটবলের ইতিহাসে ৪ জুন ২০২৫ দিনটি এখন স্মরণীয় হয়ে থাকবে—যেদিন জাতীয় স্টেডিয়ামে ফিরেছিল আন্তর্জাতিক ফুটবল, আর হামজা চৌধুরী হয়ে উঠেছিলেন সেই প্রত্যাবর্তনের উজ্জ্বল মুখ।







