Friday, December 5, 2025

বাঘারপাড়ার দুটি পশু হাটে ওয়েট স্কেল স্থাপন 

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) :  যশোরের বাঘারপাড়ার খাজুরা বাজারের পাশে ভাটার আমতলা পশু হাটে ও ভাংগুড়া হাটে আধুনিক ওয়েট স্কেল স্থাপন করা হয়েছে।  রোববার দুপুরে কোরবানির পশু হাটে ওয়েট স্কেল স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার। এসময় উপস্থিত ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান। সোমবার ভাংগুড়া পশু হাটে ওয়েট স্কেল স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানান, দুটি হাটে জনগণের স্বার্থে স্বচ্ছ ও ন্যায্য মূল্যে লাইভ ওয়েটে কোরবানির পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে ডিজিটাল ওয়েট স্কেল স্থাপন করা হয়েছে। প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন বলেন, ওয়েট স্কেলে স্বচ্ছতা নিশ্চিত করতে গরুর ওজন অনুযায়ী সঠিক মূল্য নির্ধারণে সহায়তা করবে, ক্রেতা-বিক্রেতা উভয়ের সন্তষ্টি কোন পক্ষই ঠকেন না, তাই উভয়ের আস্থা বৃদ্ধি পায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর