Friday, December 5, 2025

কেশবপুরে মায়ের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে ছেলের মৃত্যু

জাকির হোসেন, কেশবপুর: যশোরের কেশবপুরে হৃদয়বিদারক এক ঘটনায় মায়ের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন একমাত্র ছেলে ইকবাল হোসেন (৪০)। আট দিন পর তিনিও মারা যান।

জানা গেছে, কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের মোবারক মোল্ল্যার স্ত্রী মাজেদা বেগম (৫৫) বার্ধক্যজনিত কারণে কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুসংবাদ শুনে তার একমাত্র ছেলে ইকবাল হোসেন অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তী রোববার রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকাল ১০টায় বালিয়াডাঙ্গা পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশেই ইকবালকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। ইকবাল কেশবপুর বাজারের পানহাটা সংলগ্ন একটি চায়ের দোকানের মালিক ছিলেন।

মা-ছেলের এমন পরপর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর