Friday, December 5, 2025

চৌগাছায় কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ‘কৃষকের অ্যাপ’ নিবন্ধন কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

“ধান বিক্রি মোবাইল অ্যাপে, লাভ থাকবে কৃষকের হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন ফুড প্রজেক্টের খুলনা বিভাগীয় সুপারভাইজার মাসুম পারভেজ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন।

কর্মশালায় ‘কৃষকের অ্যাপ’-এর নিবন্ধন প্রক্রিয়া, তথ্য হালনাগাদ, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণের নিয়ম ও ডিজিটাল পদ্ধতিতে ধান বিক্রির সুবিধা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ডিজিটাল কৃষি ব্যবস্থার এই যুগে কৃষকের অ্যাপ ব্যবহার করে সহজে সরকারি কর্মসূচিতে যুক্ত হওয়া এবং ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুল মান্নানসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষাণী, কৃষি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর